ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
 
						নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিচা গ্রামের আসলাম হোসেন (৪৫) নামের এক ব্যক্তি পার্শ্ববর্তী গ্রামে মুসানামের এক ব্যক্তির পুকুরপাড়ে থাকা ডাব গাছে ওঠেন। ডাব পাড়ার এক পর্যায়ে পা ফসকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
নিহত আসলাম হোসেন উপজেলার আধাইপুর ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েম হোসেনের ছেলে। সকালে স্থানীয়রা গাছের নিচে তার লাশ ও পাশে পড়ে থাকা ডাব দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানবলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব গাছে ওঠার সময় পা ফসকে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।”


 
												                                            









 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										