মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

অবশেষে দীর্ঘ ২৯ বছর পর ‘হেনা’র দেখা পেলেন বাপ্পারাজ 

উত্তাল ডেস্ক: / ১৮১ বার
আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

অবশেষে দীর্ঘ ২৯ বছর পর চিত্রনায়ক বাপ্পারাজের খোঁজে ধরা দিলেন ‘হেনা’ খ্যাত ঢালিউড অভিনেত্রী শাবনাজ। নেট দুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সে মুহূর্তের একটি ফানি ক্লিপ।”

কয়েক সপ্তাহ ধরে ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটিতে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার সংলাপ এটি।

১৯৯৬ সালে মুক্তি পাওয়া সিনেমায় দেখা যায়, বাপ্পারাজ (বকুল) ও শাবনাজের (হেনা) মধ্যে ছোটবেলা থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সময় গড়িয়ে যখন শাবনাজ তরুণী হয়ে ওঠেন তখন হঠাৎই একদিন গাছ থেকে পড়ে গিয়ে অন্ধ হয়ে যান।”

অন্ধ প্রেমিকার চোখ ভালো করতে নিজের কিডনি বিক্রি করে টাকা জোগাড় করতে শহরে ছোটেন বাপ্পারাজ। কিন্তু কিডনি বিক্রি করে টাকা নিয়ে গ্রামে ফিরে গিয়ে বাপ্পারাজ দেখেন তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে সিনেমার আরেক নায়ক অমিত হাসানের সঙ্গে।

সিনেমায় প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটার সে মুহূর্তে বাপ্পারাজ নায়িকার বাবাকে শহর থেকে এসে জিজ্ঞাসা করেন, চাচা হেনা কোথায়? এরপরই উত্তর জেনে গভীর বেদনায় সিক্ত হন।

বর্তমানে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটলে অনেক প্রেমিকই নিজেকে খুঁজে নেন ব্যর্থ প্রেমিক বাপ্পারাজের মধ্যে। তাই হঠাৎই নায়কের সে বিচ্ছেদ বেদনার সংলাপ এখন নেট দুনিয়ায় ভাইরাল।”

এদিকে হঠাৎই নেটদুনিয়ায় পুরনো সে সিনেমার ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে সে সিনেমার দৃশ্য নিয়ে একটি ফানি ভিডিও তৈরি করেছেন অভিনেত্রী শাবনাজ ও তার স্বামী চিত্রনায়ক নাঈম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নাঈম শাবনাজ নামের ফেসবুক পেজে একটি রিলস আপলোড করেন এ তারকা দম্পতি। টাঙ্গাইলে অবস্থিত একটি ফার্ম হাউজে পিকনিকের সে ভিডিওতে দেখা যায়, চিত্রনায়ক বাপ্পারাজ পাতা ঝরা রাস্তায় একটি জিপ গাড়িতে করে দ্রুত ছুটে আসেন চিত্রনায়ক নাঈমের কাছে। এরপর বলেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’

নাঈম বলেন, ‘বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছো হেনার সঙ্গে আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে।’ এরপর বাপ্পারাজকে জড়িয়ে ধরেন নাঈম।”

এ সময় সংগীত শিল্পী দিঠি, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা সহ অনেকেই গান ধরেন ‘প্রেমের সমাধি ছিড়ে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়।’ এরপরই তাদের মাঝ থেকে বেরিয়ে আসেন হেনা (শাবনাজ)।

যেভাবে ধরা দিলেন ‘হেনা”

সবুজ রংয়ের সিল্কের কামিজ, মেরুন সালোয়ার ও সোনালি রংয়ের ওড়না পরা হেনা হাত নাড়িয়ে নাড়িয়ে চলে যেতে শুরু করেন নাঈম আর বাপ্পারাজের দিকে।

ফানি এ ভিডিও নেটিজেনরা বেশ উপভোগ করছেন। দর্শকপ্রিয়তায় এরইমধ্যে নাঈম, শাবনাজের তৈরি রিলসটি ৬ মিলিয়নেরও বেশি ভিউ সংখ্যা ছাড়িয়েছে।”

বিষয়টি নিয়ে শাবনাজ সময় সংবাদকে জানান, ‘গতকাল আমাদের পারিবারিক আয়োজন ছিল। সেখানে আমার বড় মেয়ের অনুরোধেই ভিডিওটি ধারণ করা হয়। আগে থেকে নামিরা ক্যামেরার পেছনে কাজ করেছে। ওর কারণেই এই ভিডিওটি ধারণ করা হয়। মুলত মজা করার জন্য ভিডিওটি ধারণ করে সেটি পেজে আপলোড করে নামিরা।”bl


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর