সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

অবৈধ মৎস্য আহরণ রোধ ও বনজ সম্পদ রক্ষায় জন সচেতনতামূলক কার্যক্রম

স্টাফ রিপোর্টার: / ১৩৮ বার
আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

অবৈধ মৎস্য আহরণ রোধ ও বনজ সম্পদ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী, কয়রা, রূপসা, শরণখোলা ও নলিয়ান কর্তৃক সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় জেলেদের মাঝে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত জেলেদের অবৈধভাবে দেশের জলসীমা অতিক্রম না করা, অবৈধ মৎস্য আহরণ ও অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকা, বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর