বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এদেশের মানুষ পিআর পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। হঠাৎ করে অযৌক্তিকভাবে আনুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির দাবি তোলা হচ্ছে। এ ধরনের ভোটব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা হল দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে।
শুক্রবার (২২ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে কথাগুলো বলেন তিনি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ভোটাররা প্রার্থী নয়, দলকে বেছে নিলে দলগুলো কর্তৃত্ববাদী হয়ে পড়বে। অর্থবিত্তশালী বা বিতর্কিত ব্যক্তিরা সহজেই এমপি হতে পারবেন।
রিজভীর মতে, ইউরোপের কয়েকটি দেশ বা জাপানের মতো উন্নত রাষ্ট্রও পুরোপুরি পিআর পদ্ধতিতে যায়নি। তাহলে বাংলাদেশের মতো দেশে কেন হঠাৎ এ প্রস্তাব সামনে আনা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি। SN