মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

অর্থনীতির ভীত মজবুত না হলে গনতান্ত্রিক রাজনীতি হয় না:বাগেরহাটে প্রিন্স

বাগেরহাট প্রতিনিধি; / ১৫৯ বার
আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

অর্থনীতির ভীত মজবুত না হলে
গনতান্ত্রিক রাজনীতি হয় না
বাগেরহাটে সিপিবি’র কেন্দ্রীয়
সেক্রেটারী প্রিন্স।
রাষ্ট্রের অর্থনীতির ভীত মজবুত না হলে দেশে গনতান্ত্রিক রাজনীতি
থাকে না। লুটপাটতন্ত্র হয়। পরিবারে লুটপাট হলে উত্তরসুরিরাও একই পথে
যায়। মানুষের সব অধিকার হরন করলেও ভোটের অধিকার হরন করে কোন
রাজনীতি করা যায় না। ক্ষমতাও স্থায়ী হয় না। বাংলাদেশের কমিউনিস্ট
পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রুহিন হোসেন প্রিন্স
বাগেরহাটে সিপিবি’র সাধারন সভায় এ কথা বলেন। শুকবার বেলা ১১
টায় বাগেরহাট প্রেসক্লাবের ভুমি ক্যাফে হলরুমে আয়োজিত এ
সাধারন সভায় সভাপতিত্ব করেন সিপিবির বাগেরহাট জেলা কমিটির
সভাপতি অ্যাভোকেট তুষার কান্তি বসু। বাংলাদেশের কমিউিষ্টি
পার্টির আগামী ১৯-২২ সেপ্টেম্বর-২৫ জাতীয় কংগ্রেস কে সামনে
রেখে বাগেরহাট জেলা এ সাধারন সভার আয়োজন করে। সিপিবির জেলা
সম্পাদক ফররুখ হাসান জুয়েলের পরিচালনায় এ সভায় দেশের বর্তমান
প্রেক্ষাপট বিষয়ে নানা প্রশ্ন রেখে বক্তব্য রাখেন কমরেড কাজী সোহরাব
হোসেন, কমরেড মৃন্ময় মন্ডল, কমরেড বীর মুক্তিযোদ্ধা মানিক লাল
মজুমদার, মোংলার কমরেড মোঃ নুর আলম শেখসহ অন্যান্য কমরেডগন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কমরেড রুহিন হোসেন প্রিন্স আরো
বলেন, মানুষের ভোট অধিকার হরনে শেখ হাসিনাকে হটিয়ে লাভ হয়নি।
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টিসহ বাম জোট বলে আসছে দেশের
দুর্নীতি হটাতে হবে এবং ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে।
সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করতে হবে। সমাজতন্দ্রের পথে আসতে হবে।
তাহলেই দেশের অর্থনীতির ভীত শক্ত হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর