শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

অস্ত্র মামলায় ১ জনের ২১ বছর সশ্রম কারাদন্ড

খুলনা প্রতিনিধি: / ২১ বার
আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

দাকোপ থানার অস্ত্র মামলার এক আসামিকে দু’টি ধারায় ২১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজি এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন বাগেরহাট জেলার রামপাল থানার কৈগরদাসকাঠি গ্রামের মৃত ইলিয়াস শেখের ছেলে কবির শেখ (৪০) রায় ঘোষণাকালে আসামি কবির আদালতে কাঠগড়ায় উপস্থিত ছিলেন “
আদালতের বেঞ্চ সহকারী মোঃ মনসুর আহমেদ মেহেদী নথির বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ১ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দাকোপ থানার বড়াবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে দাকোপ থানা পুলিশ। এ সময় মোটরসাইকেল যোগে আসা ৩ জনকে চ্যালেঞ্জ করলে ২ জন পালিয়ে যায় এবং কবির শেখকে একটি ওয়ান স্যুটারগান ও এক রাউন্ড কার্টুজসহ গ্রেফতার করা হয়।”

জিজ্ঞাসাবাদে সে জানায় পালিয়ে যাওয়া একজন হলেন বনদস্যু খালেক বাহিনীর প্রধান খালেক ও অন্যজন তার সহযোগী। তারা ঘের ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজি করে আসছিল। এ ঘটনায় এসআই সনজিব ঘোষ বাদী হয়ে কবির শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন (নং-১)। ওই বছরের ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ লুৎফর রহমান কবির শেখকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও এপিপি জাহানারা পারভীন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর