আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের সম্ভাবনা নেই। বরং দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরের শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
ড. আসিফ নজরুল বলেন, যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী নাকি অস্থায়ী সে প্রশ্ন থাকে। কিন্তু আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা আমি দেখছি না। আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও নয়।
সম্প্রতি বিদেশি সাংবাদিকদের কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম প্রসঙ্গে মন্তব্য করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল কেবল তাত্ত্বিক।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার ও এর উপদেষ্টারা সে লক্ষ্যেই কাজ করছেন। নির্বাচন ছাড়া আমাদের দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নানামুখী সংস্কার করা হয়েছে। তবে সংবিধান সংশোধন সম্পর্কিত যেসব প্রস্তাব রয়েছে, সেগুলোতে রাজনৈতিক দলের ঐকমত্য ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না।
পাহাড় অঞ্চলের অস্থিরতা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ সহাবস্থান। মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সবাই মিলেই বাংলাদেশ। যারা শান্তি ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করছেন। তিনি বলেন, অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল। পাহাড়কে অশান্ত করতে যারা চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। SN