আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ৪৩ সদস্য বিশিষ্ট বাগেরহাট জেলা আহবায়ক কমিটির অনুমোদন।
সরদার নাসির উদ্দিনকে আহবায়ক ও এড, আনিছুর রহমানকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট বাগেরহাট জেলা আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো,সাইফুল ইসলাম রাশেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো,জয়নুল আবেদীন স্বাক্ষরিত এই আহবায়ক কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে বাগেরহাট জেলা,থানা,পৌর, উপজেলা ও ইউনিয়ন পুর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেয়।
নতুন কমিটির সদ্য আহবায়ক ক্রীড়া অনুরাগী সরদার নাসির উদ্দিন জানান, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা গনতন্ত্র ও ন্যায় বিচার সমুন্নত রাখা এই সংগঠনের মুল অংগীকার হিসেবে দীর্ঘ দেড়যুগ ঝিমিয়ে পড়া খেলাধুলায় অনগ্রসর বাগেরহাটকে এবং এখানকার শিক্ষার্থী কিশোর, কিশোরী, যুব যুবা এবং যুব সমাজকে মাদক মুক্ত করতে এসো দেশ গড়ি, মাদক ছেড়ে মাঠে চলি এই নীতিকে প্রাধান্য দিয়ে বাগেরহাট জেলার মাঠে ময়দানে ব্যাপক ক্রীড়া অনুশীলন, নিয়মিত শারীরিক চর্চা সহ ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেনিস,ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলার আয়োজন অব্যাহত থাকবে। বাগেরহাট ক্রীড়া অংগনকে নতুন করে খেলাধুলার মাধ্যমে পুনরায় উজ্জীবিত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
#az.r