বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাগেরহাটে কারাগারে বন্দিদের উন্নত খাবার পরিবেশন

বাগেরহাট প্রতিনিধি: / ১০৭ বার
আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগেরহাট জেলা কারাগারে বন্দিদের মাঝে বিশেষ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সারাদিনে তিন বেলা ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে ৬৯০ জন বন্দিকে এ খাবার দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, সরকারি বরাদ্দ পূর্বে যেখানে মাথাপিছু ১৫০ টাকা ছিল, তা বৃদ্ধি করে ২২৫ টাকা করা হয়েছে। এর সঙ্গে নিয়মিত একদিনের বরাদ্দ যোগ করে তিনবেলা উন্নত খাবারের আয়োজন করা হয়।

খাবারের তালিকায় সকালে ছিল মুড়ি ও পায়েস। দুপুরে পরিবেশন করা হয় পোলাও, গরু ও খাসির মাংস, মুরগির রোস্ট, ২৫০ মিলি কোমল পানীয়, একটি মিষ্টি, সালাদ এবং পান সুপারি। রাতে বন্দিদের জন্য দেওয়া হয় সাদা ভাত, রুই মাছ ভাজি ও আলুর তরকারি।

বন্দিদের মাঝে এ খাবার বিতরণ করেন জেল সুপার মো. মোস্তফা কামাল ও জেলার খোন্দকার মো. আল-মামুন। এসময় বন্দিরা সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনন্দ উপলক্ষে বন্দিদের জন্য বাড়তি বরাদ্দে উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিন বেলার বিশেষ খাবার খেয়ে তারা খুশি হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
এক ক্লিকে বিভাগের খবর