
বাগেরহাটের মোংলা বন্দর শহরে অবৈধ যান চলাচল বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের ব্যানারে সাধারন মানুষ। একের পর এক দুর্ঘটনা ও শহরের যানযট এড়াতে ইজিবাইক, মাহেন্দ্র, টমটম ও মিশুক পৌর শহরের বাহিরে রাখা এবং মোংলা শহরে নসিমন-করিমন চলাচল বন্ধের দাবীতে রবিবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। শহরের শ্রম কল্যাণ সড়কের নিজস্ব কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌধুরীর মোড়ে সমাবেশে করে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সালাম ব্যাপারী ও সাধারণ সম্পাদক হাওলাদার শহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, গত শনিবার সন্ধ্যায় অবৈধ বেপরোয়া ইজিবাইক চাপায় মাকসুদুর রহমান হারুন নামের একজন ব্যবসায়ী নিহত হন। এছাড়াও প্রায়ই এই অবৈধ যানে নানা ধরণের দুর্ঘটনা ঘটছে। সেই সাথে শহরে লেগেই থাকছে যানজট। তাই পৌর শহরে এসব অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে। শনিবার এ সড়ক দুর্ঘটনার পর পরই সকল ধরনের অটো ইজিবাইক, মাহেন্দ্র, নছিমন ও টমটম মোংলা শহরে প্রবেশ বন্ধ করে দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।#az