মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

এনসিপি নেতাকে হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল।উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: / ১৮ বার
আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

স্বৈরাচার শেখ হাসিনার অনুসারীরা এখনও দেশে-বিদেশে সক্রিয়, এনসিপি নেতাকে হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথ সভা।

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে হেনস্তার করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে বাগেরহাটে এনসিপি ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের মিঠা পুকুর পাড়েরর নিজস্ব কার্যালয়ের থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে পথ সভায় মিলিত হয়।
উক্ত পথসভায়
পথসভায় বক্তারা অভিযোগ করেন বলেন স্বৈরাচার শেখ হাসিনার অনুসারীরা এখনও দেশে-বিদেশে সক্রিয়। নিউইয়র্কে জুলাই বিপ্লবের সৈনিক আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও অশ্রাব্য গালাগালের মাধ্যমে হেনস্তা করেছে তাদের সন্ত্রাসী বাহিনী। এর দায় এড়াতে পারে না প্রশাসন।

তারা আরও বলেন, আওয়ামী লীগ এখনও বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে, অথচ প্রশাসন নিনিরব রয়েছে। অবিলম্বে নিউইয়র্কের ঘটনায় কারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
পথসভায় বক্তাব্য রাখেন,জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি) বাগেরহাট জেলা প্রধান সমন্বয়কারী জননেতা সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, এনসিপি জেলা সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র লাবীব আহমদ, জেলা সদস্য শেখ আল আমিন (এডভোকেট) জেলা সদস্য এনামুল হক রুবেল, ফকিরহাট উপজেলা প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর