কচুয়ায় গ্রামে ছাগলচুরি করে ৫ জন আটক।উত্তাল

।
বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল এলাকায় ছাগল চুরি করে পালাতে
গিয়ে জনতার সহায়তায় ৫ জন আটক হয়েছে। আটককৃতরা হলো,
বাগেরহাট জেলা সদরের নোনাডাঙ্গা এলাকার মৃত জাহিদ হাসানের
ছেলে মীর কাউম হাসান(২৬), একই এলাকার আবদুস সামাদ সেখের
ছেলে মোঃ আকাশ(২৫), লাউপালা গ্রামের ইমরান হোসেনের ছেলে মোঃ
ইমন (১৭), বাগেরহাট শহরের শালতলা এলাকার মৃত ইসহাক সেখের দুই
ছেলে মোঃ রাজু (৩২) ও রাতুল শেখ (২৫)। পুলিশ জানায়, আটককৃতরা
বুধবার সন্ধ্যার আগমুহুর্তে কচুয়া উপজেলার বাধাল এলাকার মোঃ
আলমগীর হোসেনের একটি ছাগল চুরি করে ইজিবাইকে করে পালাতে
গিয়ে স্থানীয় বকুলতলা বাজারে এসে জনতার হাতে ধরা পড়ে। এ খবর
পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জন কে আটক করে
থানায় নিয়ে আসে। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের
পুলিশ পরিদর্শক মোঃ সালাউদ্দিন জানান, কচুয়া উপজেলার গ্রামে
গিয়ে ছাগল চুরি জনতার হাতে ধরা পড়াদের থানা পুলিশ হেফাজতে
নিয়েছে। এ ঘটনায় কচুয়া থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া স্কুল মাঠ
থেকে প্রকাশ্য দিবালোকে ইজিবাইকযোগে এসে একটি ছাগল চুরি
করে নিয়ে যায়।#