
ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে মানবিকতার আদর্শকে সামনে রেখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন “মানুষ”। মানবতার এই যাত্রায় অসংখ্য অসহায় ও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর বনানী করাইল বস্তির প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মানুষ ফাউন্ডেশন।

করাইল বস্তির পুড়ে যাওয়া বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত হতদরিদ্র পরিবারের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দেয়। “মানুষ”-এর উদ্যোক্তা রানা বর্তমান বলেন, শুরু থেকেই মানবতার পাশে দাঁড়িয়ে আর্থিক ও নৈতিক সহযোগিতা দিয়ে আসছেন “মানুষ ফাউন্ডেশন”-এর সভাপতি ও একমাত্র অর্থদাতা সম্মানিত নাসির কাসেম। তিনি আরও বলেন, গরিব ও অসহায় মানুষের প্রতি নাসির কাসেম ভাইয়ের গভীর টান ও ভালোবাসাই ‘মানুষ’-কে বছরের পর বছর ধরে সম্মানের সঙ্গে সেবা কার্যক্রম চালিয়ে যেতে অনুপ্রাণিত করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শীতের এই সময়ে কম্বল বিতরণ তাদের জন্য বড় সহায়তা। তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, রানা বর্তমানের সুনিপুণ পরিচালনায় এবং নাসির কাসেম এর একমাত্র সহযোগিতায় “মানুষ ফাউন্ডেশন” দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।