
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থ্যতা দীর্ঘায়ু কামনায় বাগেনহাট জেলা জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের নূরমসজিদ মোড়ে যুবদলের আঞ্চলিক কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিয়া মঞ্চের আহবায়ক এ্যাডঃ শিকদার ইমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুল ইসলাম খানের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি আলোচক হিসাবে বক্তৃতা করেন জেলা যুবদরের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা।
দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাবুবুর রহমান।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। গত ১৭ বছর তিনি নির্যাতনের শিকার হয়ে দিনাতিপাত করেছেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়ামঞ্চের খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোঃ শামিম হাওলাদার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজসহ ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা।#rj