বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

গলায় ফাঁস লাগানো একটি মৃত কুমিরের দেহ উদ্ধার।উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: / ৩৮ বার
আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বাগেরহাটে নদী থেকে গলায় ফাঁস দেওয়া মৃত কুমির উদ্ধারতদন্ত শুরু

বাগেরহাটের মোংলায় নদী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মৃত কুমিরের দেহ উদ্ধার করেছে বনবিভাগ। রবিবার(১৯অক্টোবর)সকালে শহরতলীর নারকেলতলা এলাকা থেকে প্রায় ১০ হাত লম্বা কুমিরটি উদ্ধার করা হয়। কুমিরটির একটি পা বিচ্ছিন্ন এবং দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

সকালে নদীতে ভেসে আসা কুমিরটি দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। এ সময় কুমিরের মৃতদেহ থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পুরো এলাকা অস্বস্তিতে পড়ে।

স্থানীয় গ্রামবাসী জানান, “কুমিরটির পা বিচ্ছিন্ন ও দেহে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে কুমিরটিকে কেউ হত্যার উদ্দেশ্যে আঘাত ও গলায় ফাঁস দিয়ে পা বিচ্ছিন্ন করেছে।

সুন্দরবন এলাকায় এত বড় কুমির গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনা এটাই প্রথম।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, “আমরা মৃত কুমিরটির দেহ উদ্ধার করে ময়না তদন্ত করে দেহটি মাটি চাপা দিয়েছি এবং ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছি। কুমিরটির মৃত্যু ও গলায় ফাঁস লাগানোর কারণ খতিয়ে দেখা হচ্ছে। আঘাতের চিহ্ন এবং পা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিও তদন্তের অংশ।”

তিনি আরও জানান, “এ ধরনের ঘটনা পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার জন্য উদ্বেগের। আমরা সংশ্লিষ্ট সকল দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।bp


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
এক ক্লিকে বিভাগের খবর