বাগেরহাটে চাঞ্চল্যকর শহিদুল মোল্লা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ডিবি ও সদর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঘাতক নাহিদ শিকদার (৪২) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী মাজার এলাকা থেকে নাহিদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নাহিদ বাগেরহাট সদর উজেলার কালদিয়া গ্রামের ফারুক শিকদারের ছেলে। বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহামুদ-উল হাসান জানায়, বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি শরিফুল ইসলাম ও সদর থানার ওসি মাহামুদ-উল হাসানের নেতৃত্বে ডিবি ও থানা পুলিশের চৌকস টিম এ অভিযান চালায়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত নাহিদ শিকদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। ৫০ হাজার টাকার বিনিময়ে চুক্তিভিত্তিকভাবে এ হত্যাকাণ্ড ঘটে। ইতোমধ্যে তার কাছ থেকে তিন হাজার টাকা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ঘটনার পর বাগেরহাট সদর মডেল থানায় হত্যা মামলা (মামলা নং ১১/১৬৯, তারিখ ১৫-০৯-২০২৫) দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গোটাপাড়া এলাকার মৃত নুরু ইসলাম মোল্লার ছেলে ইজিবাইক চালক শহিদুল মোল্লা (৪৫)কে গত ১৩ সেপ্টেম্বর পূর্ব পরিকল্পিতভাবে কালদিয়া এলাকার একটি পরিত্যক্ত ডেইরি ফার্মে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মুখে কসটেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ফার্মের সিঁড়ির নিচে লুকিয়ে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় আসামিরা।##