চলতি বছরে যশোর বোর্ডে পাস কমে ৭৩ দশমিক ৬৯ শতাংশ

যশোর শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় গড় পাসের হার নেমে এসেছে ৭৩ দশমিক ৬৯ শতাংশে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। একইভাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৯ জনে।
২০২৪ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৩২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৬১ জন।
চলতি বছর খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫৭৫টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২ হাজার ৩১৯ জন। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৪৬ হাজার ৫৮৭ জন ছেলে ও ৫৫ হাজার ৭৩২ জন মেয়ে। বিভাগভিত্তিক উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা হলো: বিজ্ঞান বিভাগে ৩৬ হাজার ১৭৭ জন, মানবিক বিভাগে ৫৩ হাজার ৮৩১ জন এবং বাণিজ্য বিভাগে ১২ হাজার ৩১১ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন জানান, ‘জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীরা সঠিকভাবে ক্লাস ও পাঠগ্রহণ করতে পারেনি, যার প্রভাব ফলাফলে পড়েছে।
তিনি আরও জানান, এ বছর ৭৫টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে এবং ২টি প্রতিষ্ঠান শূন্য পাস করেছে। SN