
বাগেরহাটের চিতলমারী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের চা দোকানী
চাঞ্চল্যকর ক্ষীতিশ চন্দ্র হত্যা কান্ডের প্রধান আসামীসহ ২ জন কে
গ্রেফতার করেছে খুলনা র্যাপিড একশন ব্যাটালিয়ান সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো চিতলামরী উপজেলার চরবড়বাড়ীয়া এলাকার মৃত
সেকেলউদ্দিনের ছেলে প্রধান আসামী শফিনুর সেখ (৪০) ও একই এলাকার
মৃত মোফেল সেখের ছেলে নূর মোহাম্মদ (৬০)। খুলনা র্যাব-৬ এর
মিডিয়া সেল থেকে শনিবার সকালে জানানো হয়, গোপন খবরের
ভিত্তিতে র্যাবের সদর কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্প সদস্যরা শুক্রবার
গোপালগঞ্জের কোটালী পাড়া উপজেলার বানারজোড় গ্রামের একটি
বসত বাড়িতে অভিযান পরিচালনা করে দুজন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চলকর এ হত্যার
সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উল্লেখ্য, চিতলমারী উপজেলার
বড়বাড়ীয়া এলাকার দরিদ্র চায়ের দোকানদার ক্ষীতিশ চন্দ্র গাইন কে জমি
নিয়ে বিরোধে প্রতিপক্ষরা গত ১৩ নভেম্বর দুপুরের দিকে তার বাড়ীতে
গিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এ ঘটনায় নিহত
ক্ষিতিশ চন্দ্রের ছেলে বাদী হয়ে পরের দিন চিতলমারী থানায় একটি হত্যা
মামলা দায়ের করেন। বিষয়টি জানতে পেরে খুলনা র্যাব-৬ সদর কোম্পানির
একটি আভিযানিক দল উক্ত হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতার
করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও
অভিযান পরিচালনা চলমান রাখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে
গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া বানারজোর
গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ২ আসামীকে
গ্রেফতার করতে সক্ষম হয়।#