শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

চিতলমারীতে জুয়েলারি দোকানে চুরি: চার ঘণ্টার মধ্যে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ৩

বাগেরহাট প্রতিনিধি: / ৪৫ বার
আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বাগেরহাটের চিতলমারীতে স্বর্ণের দোকান থেকে প্রায় ৫০ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনার চার ঘণ্টার মধ্যে পুলিশ তিন জনকে গ্রেফতার করে স্বর্ণ উদ্ধার করেছে। শুক্রবার (৮ আগস্ট) দোকান মালিক তাপস মন্ডল চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩।

মামলার তদন্তের ধারাবাহিকতায় চিতলমারীর আড়ূয়াবর্নী গ্রামের এমদাদুল খান (৩৮), চরবানিয়ারী পশ্চিমপাড়ার সজল বসু এবং শিবপুর গ্রামের সুব্র বসুকে চোরাই স্বর্ণসহ আটক করা হয়েছে। এছাড়া সিন্দুক কেটে চুরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিনও জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ আগস্ট ভোর রাতে চিতলমারী বাজারের নিউ মন্ডল জুয়েলার্সের দোকানে গ্রাইন্ডার মেশিন দিয়ে সিন্দুক কেটে প্রায় ২৫-৩০ ভরি স্বর্ণালংকার চুরি হয়, যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

চিতলমারী থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন জানান, মামলা হওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যে তিন জনকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এই অভিযান অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর