জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কাজে আসবে না : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ আয়োজন ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক আলোচনা সভায় তিনি কথাগুলো বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা অনেকেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভালো ভালো জায়গা দখল করে বসে গেছি। অনেকে মন্ত্রী (উপদেষ্টা) হয়েছি, অনেকে বড় বড় কর্মকর্তা হয়েছি। অনেকে আমরা বড় বড় ব্যবসা বাণিজ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এই শিশুদের কথা কিন্তু সেইভাবে সামনের দিকে এগিয়ে আনতে পারিনি।’
ফখরুল বলেন, ‘আমরা আশা করেছিলাম, গণতন্ত্রের প্রতি কমিটেড এই অন্তর্বর্তী সরকার এই শিশুদের (জুলাই আন্দোলনের আহত শিশু) পুনর্বাসনের চেষ্টা করবেন এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য কাজ করবেন। কিন্তু দুঃখের বিষয় সেটি হয়নি।’
বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, ‘আজ আপনাদের সামনে বলতে চাই, আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের শিশুদের ভবিষ্যৎ নির্মাণে সাহায্য না করে তাদের একটা নিরাপদ জীবন দিতে না পারে; তবে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করবো, অন্তর্বর্তী সরকার বিলম্ব হলেও তাদের পুনর্বাসনে কাজ করবেন। SN