মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

জয়ে ফিরল বাংলাদেশ ‍‍এ‍‍ দল

ক্রীড়া ডেস্ক: / ২৬ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক দল নর্দার্ন টেরিটরিকে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। 

প্রথম ৩ ম্যাচে কেবল একটিতে জয় পাওয়া বাংলাদেশ দলের জন্য এই জয়টি ছিল বেশ গুরুত্বপূর্ণ।

ডারউইনে (১৯ আগস্ট) নর্দার্ন টেরিটরিকে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শুরুতে ব্যাট করে ১৭২ রান করে বাংলাদেশ ‘এ’ দল। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৫০ রান করে নর্দার্ন টেরিটরি।
 
লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় নর্দার্ন টেরিটরি। দ্বিতীয় ওভারেই জ্যাক ওয়েদারল্যান্ডকে ফেরান হাসান মাহমুদ। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ওপেনার ডি আর্চি শটও তেমন সুবিধা করতে পারেননি। অভিজ্ঞ এই  ব্যাটারকে নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়েছেন রিপন মন্ডল। এরপর স্যাম এল্ডারকেও দ্রুত আউট করে বোলিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। ২৪ রানে ৩ উইকেট হারানো নর্দান টেরিটোরিকে টেনে তোলার চেষ্টা করেন কনর কেরল ও জর্ডান সিল্ক। দুজনেই মাঝের ওভারগুলোতে দারুণ ব্যাটিং করেছেন। তবে ৮২ রানের এই জুটি ভাঙলে আবার ম্যাচ থেকে ছিটকে যায় নর্দার্ন টেরিটরি। ৪১ বলে ৪৮ রান করেন সিল্ক। ৩০ বলে ৪৩ রান আসে কনরের ব্যাট থেকে।

এর আগে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও জিশান আলম। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই দলীয় ফিফটির দেখা পায় দল। ১১ বলে ২৫ রান করে নাঈম ফিরলে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি।

উদ্বোধনী জুটি ভাঙার পর রানের গতি কমে। তিনে নেমে ১০ বল খেলে মাত্র ৩ রান করেন সাইফ হাসান। মিডল অর্ডারে আফিফ হোসেন রান পেলেও অনেক ধীরগতির ব্যাটিং করেছেন। ৪০ বলে অপরাজিত ৪১ রান করেন তিনি।  

শেষদিকে সোহান-রাব্বিরা রানের গতি বাড়িয়েছেন। সোহান ২৩ বলে করেছেন ৩৫ রান। আর রাব্বি ১৩ বলে অপরাজিত ২২ রান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর