জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বদলগাছী শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ ই নভেম্বর বিকেল সাড়ে ৪ টায় । বদলগাছী লাবণ্যপ্রভা পাইলট ও কমিনিউটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বদলগাছীর উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুমিনুল ইসলাম মুন্নার সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বদলগাছী শাখার যুগ্ন আহবায়ক নান্নু রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ।
এ সময় বক্তারা বলেন, আর বসে থাকলে চলবে না। আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ৪৮ নওগাঁ -৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের ফজলে হুদা বাবুল ভাইয়ের পক্ষে ধানের শীষের ভোটের জন্য সকলকে ঐক্য থেকে কাজ করতে হবে এবং সবচেয়ে বেশি ভোটে বিজয় করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।












