বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

জুয়েল ও সোহেলসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: / ৫১ বার
আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত, নগরের গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতিসাধন ও অন্যান্য জেলার সাথে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য টায়ারে আগুন লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। রোববার ভোর পৌনে ৫টার দিকে তাদের দু’জনকে নগরীর কলেজিয়েট স্কুলের সামনে থেকে গ্রেফতার করা হয়।”
এ ঘটনায় খুলনা-২ আসানের সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল, শেখ সোহেল, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সামুসুজ্জামান মিয় স্বপন, মোঃ ফয়েজুল ইসলাম টিটো, গোপাল চন্দ্র সাহা, জামিরুল হুদা জহর নাম উলে­খসহ আরও অজ্ঞাত পরিচয়ে ৫০ জন ব্যক্তির বিরুদ্ধে খুলনা থানায় মামলা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

গ্রেফতারকৃত দু’আসামি হলেন নিরালা ছবেদা তলা মোড়ের বাসিন্দা মোঃ আব্দুল রহিম গাজীর ছেলে ইব্রাহীম গাজী এবং টুটপাড়া আমান মহল­ার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে জিনার হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোঃ হাসানুর রহমান বলেন, রোববার ভোর সাড়ে ৪ টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলেজিয়েট গার্লস স্কুলের সামনে এ মামলার আসামিরা অন্তর্বর্তী সরকারকে উৎখাতসহ নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতি এবং শহরের সাথে অন্যান্য জেলার সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আ’লীগের নেতৃবৃন্দ অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পিকআপ দেখতে পেয়ে উপস্থিত নেতৃবৃন্দ পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে এ সময়ে একটি টায়ার এবং বোতল থেকে কিছু পেট্রোল উদ্ধার করা হয়। তারা পুলিশের কাছে স্বীকার করে মামলার ৩, ৪ এবং ৫নং আসামির নির্দেশে খানজাহান আলী সড়ক খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের সামনে অগ্নিসংযোগের জন্য অবস্থান করছে।”


এ ঘটনায় রূপসা ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বাদী হয়ে বিকেলে খুলনা-২ আাসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, তার ছোট ভাই শেখ সোহেল, এড. শেখ সাইফুল ইসলাম এবং ২৪নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডনসহ অজ্ঞাত পরিচয়ে আরও ৫০ জন ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন (নং-২১, তাং-২০/০৭/২০২৫)। পরবর্তীতে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।#smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর