মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি: / ২৫ বার
আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার (০৩ নভেম্বর) সকালে সদর উপজেলার কলমনখালী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আব্দুর রহিম মোল্লা, হাসেম আলী, গোলাম রসুল, সুরুজ ও ইয়ালিদসহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

স্থানীয়রা জানান, সদর উপজেলার কলমনখালি এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আসাদ চৌধুরী এবং বিএনপি নেতা মাসুদ জোয়ার্দারের সমর্থকদের। কয়েকদিন আগে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনাও ঘটেছিল। সকালে কলমনখালি বাজারে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, ‘আহতদের শরীরে ধারালো অস্ত্র ও ইটের আঘাতের ক্ষত রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সঙ্কটমুক্ত। ‍smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর