নওগাঁর মান্দা উপজেলায় ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ জামাই ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।"
গ্রেফতারকৃতরা হলেন, মিরপুর এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আল মামুন বাবু (৪৬) ও তার জামাই গণেশপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মুক্তার হোসেন (৩০)।"
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুর কাছ থেকে ৬০ পিস এবং জামাই মুক্তার হোসেনের কাছ থেকে ১৪০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।"
তিনি আরও বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#bl