মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

ত্রাণপ্রার্থীসহ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০

আন্তর্জাতিক ডেস্ক: / ১১০ বার
আপডেট সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ভোর থেকে চালানো এসব হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীরাও রয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। আল জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে।”

জাতিসংঘের হিসাবে, গাজা এখন দুর্ভিক্ষের মুখোমুখি। এই পরিস্থিতিতে সামান্য খাবারের আশায় গাজার কেন্দ্রীয় এলাকায় অবস্থিত ইসরায়েল-নিয়ন্ত্রিত নেতসারিম করিডরে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন অন্তত ২০ জন, যাদের মধ্যে এক শিশুও রয়েছে।

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এখন স্থানীয়দের কাছে ‘মানব কসাইখানা’ নামে পরিচিত। গত ২৭ মে থেকে এসব কেন্দ্রে নিহত হয়েছেন ১৫০ জনের বেশি, আহত প্রায় ১৫০০। গাজা সরকারের দাবি, জিএইচএফ-এর ত্রাণ কার্যক্রম এখন ‘মরণ ফাঁদ’-এ পরিণত হয়েছে।”

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম জানান, গাজার দেইর আল-বালাহ অঞ্চলের এসব ত্রাণকেন্দ্র এখন যেন ‘পুনরাবৃত্ত রক্তপাতের মঞ্চ’। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এসব হামলায় ব্যবহার করা হচ্ছে ড্রোন, ট্যাংক এবং স্নাইপার।”

২ মার্চ থেকে গাজায় কার্যত কঠোর অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে বহু আন্তর্জাতিক ও স্থানীয় ত্রাণ সংস্থা নিষিদ্ধ হয়ে গেছে। ফলে লাখো মানুষের জন্য সহায়তা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছে।bl


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর