বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দিয়ে জিতল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক : / ৩৩ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

লাহোরে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা, আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করলো দুর্দান্তভাবে।,

পাঁচ দিনের ম্যাচের শেষ দিনে পাকিস্তানের জয়ের মূল কারিগর ছিলেন স্পিনার নোমান আলি। তিনি ম্যাচে মোট ১০টি উইকেট নিয়েছেন—প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি। দ্বিতীয় ইনিংসে তার শিকার ছিলেন দক্ষিণ আফ্রিকার তিন গুরুত্বপূর্ণ ব্যাটার, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার ও সর্বোচ্চ রান করা ডেওয়াল্ড ব্রেভিস (৫৪)।

তার সঙ্গে পেসার শাহিন শাহ আফ্রিদিও দারুণ বোলিং করেন, দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন। এছাড়া সাজিদ খান ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দেন।,

২৭৭ রানের লক্ষ্য তাড়ায় নামা দক্ষিণ আফ্রিকা শুরুতেই চাপে পড়ে। মাত্র ৩ রানে আউট হন অধিনায়ক মার্করাম, মুল্ডার ফেরেন শূন্য হাতে। কিছুটা প্রতিরোধ গড়েন রায়ান রিকেলটন (৪৫) ও ডেওয়াল্ড ব্রেভিস (৫৪), তবে বাকিরা দাঁড়াতেই পারেননি।

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় ৬১তম ওভারে ১৮৩ রানে। পাকিস্তান পায় সহজ জয়।

পাকিস্তান প্রথম ইনিংসে তোলে ৩৭৮ রান। ইমাম-উল-হক (৯৩), শান মাসুদ (৭৬), মোহাম্মদ রিজওয়ান (৭৫) ও সালমান আগা (৯৩) ভালো ব্যাটিং করেন। পরে দক্ষিণ আফ্রিকাকে ২৬৯ রানে অলআউট করে পাকিস্তান পায় ১০৯ রানের লিড।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান করে ১৬৭ রান। বাবর আজম (৪২), আবদুল্লাহ শফিক (৪১) ও সাউদ শাকিল (৩৮) রান করেন।,

ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলার সেনুরান মুথুসামি ছিলেন দুর্দান্ত, তিনি মোট ১১ উইকেট নিয়েছেন (প্রথম ইনিংসে ৬, দ্বিতীয় ইনিংসে ৫)। তবে তার পারফরম্যান্সও দক্ষিণ আফ্রিকাকে হার থেকে বাঁচাতে পারেনি।,smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
এক ক্লিকে বিভাগের খবর