সোমবার, ১২ মে ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
Notice :

দীর্ঘ প্রতিক্ষার পর আম চাষীদের অবসান হতে চলেছ।উত্তাল

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার  : / ২৩ বার
আপডেট সময় : সোমবার, ১২ মে ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

নওগাঁয় ২২মে থেকে আম নামানো শুরু

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার  :উত্তরের বরেদ্র এলাকা নওগাঁয় দীর্ঘ প্রতিক্ষার পর আম চাষীদের অবসান হতে চলেছ। জেলা কৃষি অফিস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আম পাড়ার ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা শেষে ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়।

এসময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন উপজেলার ইউএনও, কৃষি অফিসার, আম চাষী ও ব্যবসায়ি, উদ্যোক্তা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ২২ মে গুটি আম পাড়ার মধ্য দিয়ে আম নামানো শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ৩০ মে গোপালভোগ, ২ জুন ক্ষিরসাপাত/হিমসাগর, ৫ জুন নাকফজলি, ১০ জুন ল্যাংড়া/হাড়িভাঙ্গা, ১৮ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি/ ব্যানানা ম্যাংগো এবং ১০ জুলাই আশ্বিনা/বারি-৪/বারি-১১/গড়মতি/কাটিমন আম পাড়ার ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন- বেঁধে দেয়া সময়ের আগে যদি কোন জাতের আম পাকা শুরু হয় তবে চাষীরা নামাতে পারবেন। তবে নির্ধারিত সময়ের আগে কোন ভাবেই নামানো যাবে না। প্রয়োজনে কৃষি অফিসের প্রত্যয়ন নিয়ে নামানো যেতে পারে। তবে কোন অসাধু চাষী বা ব্যবসায়ীরা যদি নামায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
এক ক্লিকে বিভাগের খবর