
দেশের আকাশে মেঘের আনাগোনা থাকলেও বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও আশপাশে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।"
পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। তবে শনিবার (৮ নভেম্বর) থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা নেই।
এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।# bl