সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

নওগাঁয় চক্ষু শিবিরে ৪ শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসায়

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : / ২২ বার
আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫


নওগাঁয় চক্ষু শিবিরে ৪ শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসায়, আর্থিক বাধা নেই মাহবুবুর রহমান ডাবলু 

নওগাঁয় অনুষ্ঠিত চক্ষু শিবিরে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শনিবার পহেলা নভেম্বর সকাল ৮ টা থেকে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রায় ৪ শতাধিক হত দরিদ্র মানুষকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

নওগাঁ সরকারি কলেজের ছাত্র সংসদের প্রথম ভিপি, বিএনপির তথ্য সংগ্রহ কমিটির সদস্য ও নওগাঁ-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান ডাবলুর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলার খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই চিকিৎসা সেবা দেন। এই উদ্যোগের ফলে অনেক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন বলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।

চোখের ছানি নিয়ে চিকিৎসাসেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান, তার পক্ষ্যে অর্থের অভাবে কোনো হাসপাতালে গিয়ে ছানি অপারেশন করা সম্ভব ছিল না। এখান থেকে তার অপারেশন, থাকা-খাওয়া সব ফ্রিতে করে দিবে। এমন সেবায় সে শান্তির দীর্ঘ শ্বাস ফেলে সন্তোষ প্রকাশ এবং মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান ডাবলুর মঙ্গল কামনা করেন।

রুবিনা বেওয়া নামের সেবা প্রত্যাশাী বলেন, বড় বড় হাসপাতালে গেলে অনেক টাকা লাগে আমাদের মতো গরীব মানুষের অতো টাকা নাই। এখানে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলাম। যে এমন মহৎ উদ্যোগ নিয়েছেন বিশেষ করে ডাবলু ভাতিজার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি আল্লাহ তাকে যেন ভালো রাখে।

এসময় মাহবুবুর রহমান ডাবলু জানান, চিকিৎসা সেবায় দরিদ্রদের চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান করা হয়। এছাড়া চোখের ছানি পড়া রোগীদের বাছাই করে বিনামূল্যে আপারেশন, কৃত্রিম লেন্স সংযোজনসহ ওষুধ প্রদান, হাসপাতালে ভর্তি ও খাবারের ব্যবস্থা বিনামূল্যে করা হবে।

তিনি আরো বলেন, এলাকার অনেক অসহায় ও দরিদ্র মানুষ অর্থাভাবে ঠিকমতো  চিকিৎসা করাতে না পেরে নানা রোগে ভুগে থাকে। আর চোখ হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। তাই  সমাজের পিছিয়ে পড়া এসব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছি। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য আশিকুর আজাদ আশিক, জেলা যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য সৌরভ খান। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজ, জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শিশির। যুবনেতা রুবেল সরকার ইমরান হোসেন,নওগাঁ সরকারি কলেজ ছাত্রদল নেতা তারেক নাফি,৬ নাম্বার ওয়ার্ড বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলেই মাহবুবুর রহমান ডাবলুর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর