শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

নওগাঁয় যুবদলের বিক্ষোভ মিছিল

এ,.বি.এস রতন স্টাফ রিপোর্টার / ২৯ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

দেশের স্বাধীনতা সার্ভভৌমত্ব বিপন্ন করার চেষ্টা,গোপালগঞ্জে ফ্যাসিষ্ট দোসরদের সন্ত্রাস সৃষ্টি করার আসফলন সহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতি ও নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

 বৃহস্পতিবার ১৭ জুলাই  দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠ থেকে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন নওগাঁ জেলা যুবদল আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্য মাসুদ হাসান তুহিন সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তার আগে নানা স্লোাগানে বিভিন্ন স্থান থেকে যুবদলের খন্ড খন্ড মিছিল নওজোয়ান মাঠ আসে।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে নানা অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলেছে। এর মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অরাজকতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর