মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

নওগাঁয় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা।উত্তাল

নওগাঁ প্রতিনিধি : / ২০৯ বার
আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫


নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। আজ সোমবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় শহরের এটিম মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এর আগে সেখানে জাতীয় সঙ্গীত, বেলুন ও পায়রা উড়ান জেলা প্রশাসক।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন। গ্রামীন ঐতিহ্য হিসেবে গরু ও ঘোড়ার গাড়ি শোভাযাত্রায় অংশ নেয়।

বাঙালীর নতুন জীবনের প্রতীক পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। ধর্মবর্ণ ভেদে দিনটিকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়। অতীতের ভুল ক্রুটি ব্যার্থতার গ্লানি ভুলে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। দিনটি হয়ে উঠে বাঙালির একটি সর্বজনীন লোকজ উৎসব।

বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। যেখানে বাঙ্গালির ঐতিহ্য পান্তা ও বিভিন্ন পদে ভর্ত্তা, বিভিন্ন মিষ্টান্ন, পাটের তৈরি বিভিন্ন ব্যাগ ও হস্তশিল্পের দোকান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর