বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

নওগাঁ- মনোনয়ন পেয়ে শুকরিয়া নামাজ আদায়

এ.বি.এস রতন নওগাঁর : / ৩১ বার
আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া নামাজ আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

এর আগে গতকাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত সারাদেশের প্রার্থীর তালিকায় নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।

আজ মঙ্গলবার সকাল ১১টায় বদলগাছী উপজেলার মিনি স্টেডিয়ামে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান এবং নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী উপস্থিতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফজলে হুদা বাবুল বলেন, এ মনোনয়ন শুধু আমার একার নয়, এ মনোনয়ন মহাদেবপুর- বদলগাছী উপজেলার বিএনপির সকল নেতাকর্মীর। আমি শুধু দলের নির্বাচিত একজন প্রতিনিধি। সকলে মিলে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ফজলে হুদা আরো বলেন এ আসন থেকে আরো দুইজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারাও ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর