নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত দশটার দিকে মহানগরীর নিরালায় সিটি কলেজের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। তিনি নিরালার ১৭ নং রোডের ৩০৬ নং বাড়ি রওশন ম্যানশনের বাসিন্দা ছিলেন।”
স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা জাকির হোসেকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাকিরের মশার কয়েলের ডিলার শীপ ছিলো। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিয়ের ১৭ বছর পর তার একটি মেয়ে হয়। তার বয়স ৫ বছর।”
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।”
নিহত যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে তার দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে।#SNK