
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার।
এরমধ্যে যশোরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশেক হাসান। তিনি এর আগে ফরিদপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যশোরের প্রশাসনিক মহলে নতুন ডিসির আগমনকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী মহল আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন জেলা প্রশাসক উন্নয়ন কাজের গতি বাড়াবেন এবং নির্বাচনের আগের সময়টিতে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখবেন।
বেশ সুনামের সাথে যশোর জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন আজাহারুল ইসলাম। ইতিমধ্যে তিনি সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন। এরমধ্যে তাঁকে সরিয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে সরকার নিয়োগ দিলো মোহাম্মদ আশেক হাসানকে। নাম প্রকাশে অনিচ্ছুক-স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের একজন বলেন, “বর্তমান জেলা প্রশাসক মাঠ প্রশাসনে দক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত। নির্বাচনকালীন সময়ে তিনি যেখানেই থাকুন, তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন।”
তবে, প্রজ্ঞাপনে বর্তমান ডিসি মো. আজহারুল ইসলামকে কোথায় বদলি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।#