নাইজেরিয়ায় মসজিদে হামলা, নিহত ২৭ মুসল্লি

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে উঙ্গুয়ান মানতাউ গ্রামের একটি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। এ সময় হঠাৎ একদল বন্দুকধারী মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালায়। মুহূর্তেই মসজিদ রক্তাক্ত হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, কোনো সতর্কতা ছাড়াই হামলাকারীরা গুলি চালাতে শুরু করে, ফলে ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান।
গ্রামপ্রধান ও স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে।
উত্তর নাইজেরিয়ার এ অঞ্চলে জমি ও পানির দখল নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে দীর্ঘদিন ধরেই সহিংসতা চলছে। প্রায়ই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে। এর আগে গত জুনে দেশটির মধ্যাঞ্চলে ভয়াবহ হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।
ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কাটসিনা রাজ্যের পুলিশ কমিশনার নাসির মুয়াজু। সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে উঙ্গুয়ান মানতাউ গ্রামে। স্থানীয়রা আতঙ্কিত হলেও তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।