মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনা: / ১৯ বার
আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খুলনায় নিরাপদ সড়ক চাই এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে র‌্যালী, সমাবেশ ও লিফলেট বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নগরীর রয়েল মোড়ে এসব কর্মসূচির আয়োজন করে নিসচা’র খুলনার জেলা শাখার নেতৃবৃন্দ। কর্মসূচির শুরুতে রয়েল মোড় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাত রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কে চলাচলের জন্য বিভিন্ন নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরন করা হয় বিভিন্ন যানবাহনের চালকদের কাছে।”এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিসচা’র খুলনা জেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম। নিসচা’র খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিরিনা পারভিনের সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমডি জনি, আব্দুর রহমান, আইন সম্পাদক ওমর ফারুক কচি, প্রচার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সমাজ কল্যান ও ক্রিড়া সম্পাদক শফিকুল ইসলাম ডাবøুউ, দপ্তর সম্পাদক রামিম চৌধুরী, সহ-সাধারন সম্পাদক ইরিন সুলতানা, রিপন মোল্লা, ডুমুরিয়া উপজেলা কমিটির সভাপতি খান মহিদুল ইসলাম, এসএম হাবিবুর রহমান হাসিব, মোঃ রহিম বাদশা, মোঃ রাকিব ফারাজি, ডুমুরিয়া উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহানসহ অনেকে।”এ সময় সংগঠনের জেলা সভাপতি মোঃ তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে সকলকে আগে সচেতন হতে হবে। রাস্তায় চলাচল বা পারাপারের সময় সড়কের সকল আইন মেনে চলতে হবে। পাশাপশি সকল যানবাহনের চালকদের সঠিক প্রশিক্ষণ ও গাড়ির সকল কাগজপত্র- ড্রাইভিং লাইসেন্স সহকারে রাস্তায় বের হতে হবে। তাহলেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। এদিকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনটির সাধারন সম্পাদক শিরিনা পারভিন।”smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর