সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাড়ালেন জনপ্রিয় নেতা সাবেক এমপি সেলিম।উত্তাল

মাসুম হাওলাদার : / ১১২ বার
আপডেট সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫


বাগেরহাটে সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারানো সাংবাদিক এস এম হায়াত
উদ্দিনের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা।
অকালে নিহত সাংবাদিক ও বিএনপি নেতা হায়াত উদ্দিনের গ্রামের বাড়িতে তার কবর জিয়ারত ও শোকাহত পরিবারকে আর্থিক সহয়তা দেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও
সাবেক এমপি জনপ্রিয় নেতা এম এ এইচ সেলিম।

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর

পক্ষ
থেকে শুক্রবার (১০ অক্টোবর) সকালে ঢাকা থেকে ছুটে আসেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন
জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক পৌর কাউন্সিলর

মাহবুবুর রহমান টুটুল, জেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মিনা মারুফুজ্জামান (রনি)

জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আতিয়ার সরদার, জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এম এ এইচ সেলিম বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি হায়াতের পরিবারে পাশে এসেছি। তাদের পক্ষ থেকে এক লক্ষ টাকা প্রদান করেছি। আমি শুধু বাহক হিসেবে এখানে এসেছি। আর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হায়াতের দুই মেয়ের এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষন করেছেন।

তিনি আরও বলেন, হায়াত বিএনপির কর্মী এ ছাড়াও, একজন নির্ভিক সৎ সাংবাদিক ছিলেন। সত্য কথা বলা ও লেখার জন্য হায়াতকে হত্যা করা হয়েছে। আমি হায়াতের রুহের মাগফেরাত কামনা করছি। 
এম এ এইচ সেলিম সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী হামলার সঙ্গে
জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি সহ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উল্লেখ্য বাগেরহাট শহরের হাড়িখালি সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন (৪২) কে
নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
এসময় এম এ এইচ সেলিম বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর পক্ষ থেকে
এক লক্ষ টাকা নিহত হায়াত উদ্দিনের পরিবারের হাতে তুলে দেন এবং তার ২ শিশু সন্তানের লেখাপড়ার দায়িত্ব ভার গ্রহনের প্রতিশ্রুতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর