শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

এবিএস রতন নওগাঁ / ১৯৫ বার
আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

দীর্ঘ দিন ধরে বৈষম্যের শিকার নওগাঁ জেলায় কর্মকত গণমাধ্যম কর্মীদের নওগাঁ জেলা প্রেস ক্লাবে সহবস্থান নিশ্চিত করার লক্ষ্যে জেলার পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট আহ্বাযক কমিটিতে এটিএন বাংলা, এটিএন নিউজ ও দিনকালের নওগাঁ প্রতিনিধি এস এম রায়হান আলমকে আহ্বায়ক ও দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদকে সদস্য সচিব করা হয়।

ঘোষিত আহবায়ক কমিটিতে সাতজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাঃ ওয়ালিউল ইসলাম, দিনের আলোর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই ও বাসসের নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাভিশন ও মানবকণ্ঠের নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন, বিজয় টিভি ও ভোরের পাতার নওগাঁ প্রতিনিধি এবং জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, নয়া দিগন্তের প্রতিনিধি ও জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুর রশীদ তারেক, বাংলা টিভির প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (নয়ন)।    

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ের কার্যালয়ে সিনিয়র সাংবাদিক দৈনিক দিনের আলোর প্রতিনিধি সিরাজুল ইসলামের সভাপতিত্বে পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন সদস্যরা উপস্থিতিতে যৌথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনগুলো হলো, নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা  টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, নওগাঁ জেলা রিপোটার্স ইউনিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর