সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ১৯তম সিজনের জন্য দর্শকরা মুখিয়ে আছেন। আয়োজকরাও তাদের মন ভরাতে খামতি রাখছেন না। ওই জায়গা থেকে বিশেষ চমক হিসেবে এবারের বিগ বসে রাখা হচ্ছে এআই পুতুল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।"
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে তৈরি প্রথম রোবট পুতুল হাবুবু বিগ বসে অংশ নেবে। এরইমধ্যে পুতুলটি সামাজিক মাধ্যমে আলোচনার তুঙ্গে। এবার এর রোবটিক অবতারকে দেখা যাবে শোয়ে।
ইন্ডিয়া ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাবুবুর চোখ কিছুটা বড় হবে এবং সে গোলাপি রঙের লেহেঙ্গা পরবে। সোনার গয়না এবং চোখের সামনে একটি ভাইসর তার চেহারাকে রোবোটিক আদল দেবে। বিগ বসের ঘরে সালমান কীভাবে হাবুবুকে পাবেন সেটিও দেখতে আকর্ষণীয় হবে।"
এদিকে বিগ বস খাবরি নামের একটি প্ল্যাটফর্ম বিগ বসের সব খবর শেয়ার করে থাকে। হাবুবুকে নিয়ে সেখানে বলা হয়েছে, হাবুবু শুধু একটি এআই পুতুল-ই হবে না, এর গহনা, ফ্যাশন, স্টাইলিং, সমস্ত বিষয় মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হবে। সে বিগ বস ১৯-এর অংশ হওয়া প্রথম প্রতিযোগী হবে। নির্মাতারা খেলোয়াড়দের জন্য শোয়ে আলাদাভাবে অনেকগুলো কাজ ডিজাইন করেছেন, যাতে হাবুবু এই বিষয়ে তাদের হারাতে না পেরে।"
তবে কোন কোন সেলিব্রিটিকে দেখা যাবে এবারের বিগ বসে তা নিয়ে কৌতূহল রয়েছে দর্শকদের। কিন্তু বিগ বস কর্তৃপক্ষ অতিথিদের তালিকা প্রকাশ না করায় সহসা কৌতূহল নিবৃত হওয়ার সুযোগ নেই। তবে তারা জানিয়েছে সালমানের প্রাক্তন লুলিয়া ভান্তুর, অভিনেতা গৌরব খান্না এবং ইউটিউবার লক্ষ্য চৌধুরির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।#smk