প্রেসক্লাব শুধু সংবাদকর্মীদের সংগঠন নয়,এটি সমাজের বিবেকের প্রতিধ্বনি।উত্তাল
						বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা শুক্রবার (৩ নভেম্বর) শহরের রেল রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক তানভীর সোহেল সঞ্চালনা করেন। আলোচনায় অংশ নেন সহ-সভাপতি এম এ ওয়াদুদ, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদকজাহাঙ্গীর শেখ,কার্যনির্বাহী সদস্য তিশা খানম, শ্যামল ঘোষসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি মাসুম হাওলাদার বলেন, একটি সক্রিয় ও দায়িত্বশীল প্রেসক্লাব গড়ে তুলতে নিয়মিত সভা ও মতবিনিময়ের বিকল্প নেই। সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন, আমরা বিশ্বাস করি প্রেসক্লাব শুধু সংবাদকর্মীদের সংগঠন নয়, এটি সমাজের বিবেকের প্রতিধ্বনি। এখান থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, মানুষের পাশে দাঁড়াই, এবং সত্য প্রকাশে নির্ভীক থাকি।
সভায় বক্তারা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।##


												                                            









										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										