সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

বদলগাছীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত।উত্তাল

এ.বি.এস রতন স্টফ রিপোর্টার  : / ২৫ বার
আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নওগাঁর  বদলগাছী উপজেলায়  শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

 শনিবার ৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায়  উপজেলার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বদলগাছী উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মনোনীত নওগাঁ-৩ মহাদেবপুর -বদলগাছী  আসনে সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে  ফজলেহুদা বাবুল বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, শিক্ষকরা হচ্ছে শিক্ষিত  সমাজ গড়ার কারিগর, এজন্য আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধার ভিত্তিতেই নিয়োগ পাবে এবং শিক্ষা ব্যবস্থা আরো উন্নত করার লক্ষ্যে আমি কাজ করে যাব, এবং প্রত্যেকটা স্কুলে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে আমি কাজ করবো  ইনশাল্লাহ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর  ড. মো. হারুন অর রশীদের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলামের সঞ্চালনায় এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বদলগাছী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক নুর ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, বেসরকারী কলেজ ও শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ। 

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর