বাগেরহাটে অবসরপ্রাপ্ত সেনাদের অধিকার পরিষদের উদ্বোধন

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ-এর জেলা শাখার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকাল ১০টায় শহরের সোনাতলা মোড়ে আলহাজ্ব মোসলেম উদ্দিন সুপার মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ উপদেষ্টা ওয়ারেন্ট অফিসার মোঃ সরোয়ার হোসেন (অবঃ)। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মোঃ কাজী নুরুল ইসলাম (অবঃ)।
সভায় সভাপতিত্ব করেন সার্জেন্ট শেখ মাহফুজুর রহমান (অবঃ), সভাপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাগেরহাট জেলা শাখা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল মোঃ আল মামুন শেখ (অবঃ), সঞ্চালক সার্জেন্ট শেখ রেজাউল কবির রতন (অবঃ), সমন্বয়ক সার্জেন্ট মোঃ শামীম হাসান (অবঃ), সার্জেন্ট শেখ আব্দুল আলিম (অবঃ), সার্জেন্ট মোঃ গাজী নজরুল ইসলাম (অবঃ) এবং কোষাধ্যক্ষ সার্জেন্ট মোঃ আঃ করিম (অবঃ)।
আলোচনা সভায় বক্তারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।