বাংলাদেশ আমজনগণ পার্টির নেতৃবৃন্দ বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ।
বৃহস্পতিবার ২১ আগষ্ট বেলা বারোটায় বাগেরহাট জেলা নির্বাচন কার্য্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আমজনগন পার্টীর বাগেরহাট জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন পার্টির বাগেরহাট জেলার আহ্বায়ক আলী আকবর হাওলাদার (মিন্টু), বাগেরহাট জেলার সদস্য সচিব মো: রাসেলুর রহমান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা কমিটির সদস্য খন্দকার আকমল উদ্দিন সাখি, সদর উপজেলার সদস্য সচিব মল্লিক আকরামুল কবীর, চিতলমারী উপজেলার আহ্বায়ক বিভাষ কান্তি মালাকার, মোড়েলগঞ্জ উপজেলার আহ্বায়ক মাও. মিজানুর রহমান, মোরেলগঞ্জ উপজেলার সদস্য সচিব শেখ নিজাম উদ্দিন, রামপাল উপজেলা কমিটির আহবায়ক মিলন কান্তি মন্ডল, এছাড়াও থানা ও উপজেলার কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোল্লা আবুল হোসেন, আব্দুল্লাহ আল হোসাইন জুয়েন, সরদার রহমত হোসেন, পার্থ প্রতিম মন্ডলসহ অন্যান্যরা।
এসময় আমজনগণ পার্টির নেতৃবৃন্দ সংগঠনের গঠনতন্ত্র কপি,রেজুলেশন কপি,কমিটির তালিকা,প্রোগ্রামের কর্মসূচির ছবি হস্তান্তর করেন জেলা নির্বাচন কর্মকতর্তার নিকট।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম বলেন, ইতিমধ্যে আমার হাতে চিঠি এসে পৌছেছে তদন্ত করার জন্য, আমরা দলটি সম্পর্কে তদন্ত করছি। আমাদের নিয়ম অনুযায়ী আমরা কাজ করছি। তিনি আরো বলেন আমরা সকল কিছু যাচাই বাছাই করবো এবং করছি।