শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:

বাগেরহাটে কৃষকদের মাঝে আম ও তালের চারা বিতরণ।উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: / ৮৪ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বাগেরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আম ও তালের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিজন কৃষককে ৫টি করে আম ও তালের চারা প্রদান করা হয়।

২০২৪-২৫ অর্থবছরের পুনর্বাসন কর্মসূচির আওতায় এ প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট-এর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ড. মনির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলজ চারা রোপণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করবে। সরকারের এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনে সহায়ক হবে বলে মন্তব্য করেন তাঁরা।

কৃষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সহায়তা তাদের আগ্রহ বাড়াবে চাষাবাদ ও বাগান সম্প্রসারণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর