বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া, বিষ্ণুপুর, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার ( ৩০ জুলাই) দিনব্যাপী
জলবায়ু পরিবর্তনে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন তন্ময় দত্ত, বাগেরহাট উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রশাসক, ২ নং বেমরতা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে ওয়াহিদুল ইসলাম পল্টু, সদস্য, বাগেরহাট জেলা বিএনপি, বিশেষ আকরামুজ্জামান রিক্ত, সভাপতি, বেমরতা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি তাহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক, বেমরতা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি শেখ রনিকুজ্জামান রনি, সদস্য, থানা বিএনপি বাগেরহাট। সভাপতি এস এম নজরুল ইসলাম, কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়, মোঃ কামাল হোসেন প্রধান শিক্ষক কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়,
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আয়োজনে :কলাবাড়িয়া, বিষ্ণুপুর, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়
এর পূর্বে বৃক্ষরোপণ, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক (শশী খালির বাঁকে) অনুষ্ঠানে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রতিক্রিয়া ও আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। সকলেই বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন । এবং পরিশেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীরা বলেন
অনেকদিন পর এ ধরনের একটি অনুষ্ঠান উপভোগ করতে পেরে আনন্দে উচ্ছাস প্রকাশ করে। কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ কামাল হোসেন বলেন
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে এবং পরিবেশ রক্ষায় আমাদের সকলেরই বেশি করে গাছ লাগানো উচিত। আসুন সবাই মিলে গাছ লাগাই,পরিবেশ বাঁচায় এবং একটি সবুজ পৃথিবী গড়ে তুলি।