বাগেরহাটে জেলা প্রশাসক প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন।

বাগেরহাটে জেলা প্রশাসক প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন।
বাগেরহাটে ২০ অসহায় নারী পেল সেলাই মেশিন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট এর সভাকক্ষে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান প্রশিক্ষ প্রাপ্ত অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন।
বাগেরহাট কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট এর অফিসার ইনচার্জ ও বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাইু মেশিন বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানিয় সরকার এর উপ পরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাদিয়া ইসলাম, মোড়েল গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লা, এসডিসি তারেক রহমান প্রমুখ।
এসময় প্রশিক্ষনার্থিরা জেলা প্রশাসকের দৃাষ্ট আকর্ষন করে বলেন আমরা এখানে তিন মাসের কোর্চ করছি, এটা কমপক্ষে ছয়মাস করা হলে আমারা ভালো ভাবে শিখতে পারতাম।