বাগেরহাট জেলা শ্রমিক দলের উদ্দ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে সোমবার (২০ জুলাই)বিকেলে বাগেরহাট জেলা শ্রমিক দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক দল নেতা শাহিন খান, সাইফুল ইসলাম, আবু হানিফ হানু, মোঃ মোজাম, আবুল হাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ জানান। এদিন বিকেল পাঁচটায় জেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বিশাল রেলি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সদর থানার মোড়ে অবস্থিত বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু স্বাধীনতার ঘোষণা করে বসে থাকেননি,
সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন।ঘৃন্য এমন অপকর্মের
প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানান শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ।