বাগেরহাটে ডিবি পুলিশের অভিযানে ১,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার।
বাগেরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১,২০০ (এক হাজার দুইশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নারীর নাম আফরিন হামিম তমা (৩০)।
বৃহস্পতিবার (১৮ জুলাই ২০২৫) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম। তার নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই সৈকত মল্লিক, এসআই বিপ্লব রায়, এসআই মোঃ মনিরুল ইসলাম, এএসআই মোঃ মাহাতাব উদ্দিন, কনস্টেবল মোঃ জিয়াউর রহমান, শিবলু হোসেন, লিমন শেখ, নারী কনস্টেবল পিংকি আক্তার, আসমা খাতুন ও ড্রাইভার কনস্টেবল মোঃ আরিফুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসযোগে মাদকের একটি বড় চালান আসছে। খবর পেয়ে পুলিশ সুপার, বাগেরহাট এর দিকনির্দেশনায় ফকিরহাট উপজেলার কালাম ফিলিং অ্যান্ড সার্ভিসেস এর সামনে চেকপোস্ট বসানো হয়।
একপর্যায়ে সন্দেহজনক একটি পরিবহন বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৯০) আটক করা হলে বাস তল্লাশি করে আফরিন হামিম তমার ভ্যানিটি ব্যাগ থেকে ৬টি প্যাকেটে রাখা মোট ১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
মাদকের বিরুদ্ধে বাগেরহাট জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।##