বাগেরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিশ হাজার তিনশত (২০,৩০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।বাগেরহাট জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ প্রেস ব্রিফিং করে বলেন
শনিবার (১৩ জুলাই) ভোররাতে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই (নিঃ) বিপ্লব রায়, স্নেহাশিস দাশ, সৈকত মল্লিক, টুটুল হোসেন, এএসআই (নিঃ) পলাশ চন্দ্র মিত্র, মোঃ মাহাতাব উদ্দিন এবং ডিবির কনস্টেবল সদস্যদের নিয়ে গঠিত একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনা জেলা হতে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে। এরপর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কাটাখালী মোড়স্থ সাতক্ষীরা লাইন পরিবহন কাউন্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ডিবি পুলিশ।
রাত আনুমানিক ২:৩০টায় ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮ নম্বরের সাতক্ষীরা লাইন পরিবহন বাসটি চেকপোস্টে পৌঁছালে থামানোর সংকেত দেওয়া হয়। বাসটি থামার পর তল্লাশির একপর্যায়ে বাসের বক্সে রাখা একটি কালো রঙের প্লাস্টিকের ক্যারেটের আমের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নীল জিপার ব্যাগের মধ্যে ২০,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি কালাম হোসেন (২৫), পিতা-আব্দুল গফুর, সাং-নাথুয়ার ডাঙ্গা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা।
উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১ লক্ষ ৫০ হাজার টাকা। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় একটি মামলা (নং-৫/২০২৫) দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।ps